রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও ১১ রাউন্ড গুলিসহ তিনজন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)।
বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর শাহ আলী থানাধীন গোড়ার চটবাড়ি বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে পল্লবী থানাধীন লালমাটি উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন ফাইজুর রহমান মুক্তি ওরফে ডন মুক্তি (৫৫), শাকির আহম্মেদ সুমন ওরফে হকি সুমন (৪৫) ও গোলাম মোস্তাফা কামাল বাপ্পি ওরফে শুটার বাপ্পি (৪৫)।
শুক্রবার দুপুরে রাজধানীর মিরপুর-১ এর পাইকপাড়ায় র্যাব-৪ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-৪ এর কম্পানি কমান্ডার নাজমুল ইসলাম।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪-এর একটি আভিযানিক দল জানতে পারে যে, শাহ আলী থানাধীন গোড়ার চটবাড়ি বেড়িবাঁধ এলাকায় কতিপয় চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করছে। তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা পল্লবী থানার লালমাটি উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধ অস্ত্র লুকিয়ে রাখার তথ্য দেয়। পরে সেখানে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার, একটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্র ব্যবহার করে গ্রেপ্তাররা মিরপুর, পল্লবী, রূপনগর ও শাহ আলী থানাসহ আশপাশের এলাকায় চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপরাধমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
এদিকে, একই অভিযানে তাদের সঙ্গে কুখ্যাত মাদক ব্যবসায়ী বাবু ওরফে পিচ্চি বাবুকে (৩৮) ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।