রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

:
প্রকাশ: ৩ দিন আগে
প্রতীকী ছবি

রাজধানীর দক্ষিণখান এলাকার একটি বাসা থেকে রাজিয়া সুলতানা মিম (২৮) নামে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করে পুলিশ। শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাজিয়ার মরদেহের ময়নাতদন্ত হয়।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে দক্ষিণখানের কসাইবাড়ি এলাকার একটি বাসা থেকে মিমের মরদেহ উদ্ধার করা হয়। রাজিয়া সুলতানা মিম উত্তরা হেডকোয়ার্টার এপিবিএনে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলা নয়াবাড়ি গ্রামের মো. নাসির উদ্দিন বাচ্চুর মেয়ে। দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) পলাশ আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজিয়া ভাড়া থাকতেন দক্ষিণখান এলাকার একটি বাড়িতে। তার স্বামী রাজীব মিয়াও কনস্টেবল। তার কর্মস্থল ফরিদপুরের ভাঙ্গা হাইওয়েতে। রাজীবের বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলায়।

এসআই পলাশ আহমেদ আরও জানান, রাজিয়ার স্বামী রাজীব দাবি করেছেন, রাতে ঝগড়ার একপর্যায়ে রাজিয়া তার আইফোন ভেঙে ফেলেন। এর আগের একটি ভিভো ফোন ভেঙে ফেলেছিলেন। এর জের ধরে গতকাল রাত ৯টা ২০ মিনিট থেকে ৯টা ৪০ মিনিটের মধ্যে যেকোনো সময় ঘরের ভেতর গলায় ফাঁস দেন রাজিয়া। কিছুক্ষণ পর দেখতে পেয়ে স্বামীই তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানেই মধ্যরাতে চিকিৎসক রাজিয়াকে মৃত ঘোষণা করেন।

 

  • উদ্ধার
  • নারী
  • পুলিশ সদস্য
  • বাসা
  • মরদেহ
  • রাজধানী
  • #