মাগুরায় যুবককে ছুরিকাঘাতে হত্যা, আহত ৫

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ সপ্তাহ আগে
প্রতীকী ছবি

মাগুরার শালিখা উপজেলায় গাঁজা সেবনে বাধা দেওয়ায় এক যুকবকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁজন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ধনেশ্বরগাতী ইউনিয়নের গজদূর্বা গ্রামে এ ঘটনা ঘটে বলে শালিখা থানার থানার ওসি আবু সাঈদ জানান। নিহত ২০ বছর বয়সী টিটো মণ্ডল ওই গ্রামের বাসিন্দা।

আহতদের মধ্যে শাকিল মণ্ডলকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আবু সাঈদ বলেন, গজদূর্বা গ্রামে কয়েকজন যুবক একটি স্থানে বসে রাতের বেলা আড্ডা দিচ্ছিল। এ সময় টিটো সেখানে গিয়ে এত রাতে সেখানে কিসের আড্ডা হচ্ছে এটি জানতে চায়। এ সময় আড্ডায় থাকা যুবকরা ক্ষিপ্ত হয় টিটোকে ছুরিকাঘাত করলে সেসহ আরো কয়েকজন আহত হয়। পরে আহতদের মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে টিটো মারা যায়।

টিটোর মরদেহ হাসপাতালের মর্গে রাখা রয়েছে এবং এ ঘটনায় এখনও থানায় কোনো মামলা হয়নি বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

  • আহত
  • ছুরিকাঘাত
  • মাগুরা
  • হত্যা
  • #