খুলনায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় নিহত ২, আহত ৪

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৬ দিন আগে

খুলনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যান চালকসহ ৪ জন গুরুতর আহত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া পল্লী বিদ্যুৎ সাবস্টেশনের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন কালিপদ মন্ডল ও ইলিয়াস সরদার।

আহতরা হলেন গুটুদিয়া এলাকার ভ্যানচালক সবুজ মন্ডল ও সাহিদ গাজী, যাত্রী কালিপদ মন্ডল, আয়শা বেগম ও গুটুদিয়া মঠের পুরোহিত মৃত্যুঞ্জয় রায়।

পুলিশ জানায়, শুক্রবার বিকালে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে একটি লাশ নিয়ে সাতক্ষীরার উদ্দেশ্যে যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি। বেপরোয়া গতির অ্যাম্বুলেন্সটি সড়কের বিপরীত দিক থেকে আসা দুইটি যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দেয়। এতে হাসপাতালে নেওয়ার পথে কালিপদ মন্ডল ও চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে ইলিয়াস সরদার মারা যান।

খর্নিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান চানু বলেন, ঘটনার পর অ্যাম্বুলেন্স চালক পালিয়ে গেছে। নিহতের মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

  • অ্যাম্বুলেন্স
  • আহত
  • খুলনা
  • ধাক্কা
  • নিহত
  • #