প্রতীকী ছবি
সাভারে এক জুতা ব্যবসায়ীকে চোখ উপড়ে ও লিঙ্গ কেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যায় তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
পুলিশ জানায়, সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী উত্তরপাড়া এলাকায় ব্যবসায়ী দেলোয়ার হোসেনকে তার নিজ বাসায় চোখ উপড়ে ও লিঙ্গ কেটে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পর ঘরের মধ্যে বিকালে তার রক্তাক্ত লাশ দেখে স্থানীয়রা সাভার মডেল থানা পুলিশকে খবর দেন। পুলিশ সন্ধ্যা সাড়ে ৬টায় তার লাশ উদ্ধার করে সুরতহাল তৈরি করে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
নিহত ব্যবসায়ী বিভিন্ন স্থান থেকে জুতা কিনে দোকানে দোকানে বিক্রি করতেন। তিনি ওই বাসায় একাই থাকতেন। এ ঘটনার পর তার পরিবারের কাউকে পাওয়া যায়নি।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, আমরা লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করার পর মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় সাভার মডেল থানায় হত্যা মামলা করা হবে। শুক্রবার রাতে ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।