চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় একটি বাড়ি থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ঘটনায় মা ও ছেলেকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা সরঞ্জামের মধ্যে রয়েছে দুটি পিস্তল, বিপুল পরিমাণ গুলি এবং পুলিশের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন শাহরাস্তি পৌরসভার বাসিন্দা মো. আলমগীর হোসেনের স্ত্রী লাভলী বেগম (৪০) ও ছেলে মো. ফয়সাল হোসেন শাকিল (২১)। শনিবার সকালে চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
অভিযানকালে বাড়িটি তল্লাশি করে একটি ৯ এমএম (তারাস) পিস্তল, একটি ৭.৬২ চায়না পিস্তল, চারটি ম্যাগাজিন, ৩০ রাউন্ড গুলি, পুলিশের পোশাক, বেল্ট, চশমা, বডি ক্যামেরা এবং একটি গ্যাস মাস্ক উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা ফিরোজ হোসেন জানান, একটি মোবাইল ফোন চুরির ঘটনায় সন্দেহের বশে আলমগীরের ঘর তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে একটি পুরনো গিটারের ভেতর পিস্তল পাওয়া গেলে স্থানীয়দের সন্দেহ আরও ঘনীভূত হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসে পুরো ঘর তল্লাশি করে অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে লাভলী বেগম স্বীকার করেছেন, উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জামগুলো ২০২৪ সালের ৫ আগস্ট একটি থানা থেকে লুট করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আটককৃতদের আদালতে পাঠানো হবে এবং অস্ত্র উদ্ধারের পেছনে আর কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।