জামালপুরে চা-দোকানির চোখ উপড়ানো মরদেহ উদ্ধার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ দিন আগে
প্রতীকী ছবি

জামালপুরে নিখোঁজের দুই দিন পর আব্দুল জলিল (৪৫) নামের এক চা-দোকানির চোখ উপড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের কাষ্টশিঙ্গা এলাকার পরিত্যক্ত ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আব্দুল জলিল ওই গ্রামের তৈয়ব আলীর ছেলে। তিনি একটি দোকানে চা বিক্রি করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বের হন নিহত ওই ব্যক্তি। পরে আর তিনি আর বাড়ি ফেরেননি। পরে খোঁজে তাকে কোথায়ও সন্ধান মেলেনি। শনিবার বিকেলে শিশুরা খেলতে গিয়ে নিহতের বাড়ি পাশেই একটি পরিত্যক্ত ঘরের মেঝেতে মরদেহ পড়ে থাকা দেখে ডাকচিৎকারে লোকজন আসে। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

নিহতের স্ত্রী আঞ্জুয়ারা বেগম বলেন, ‘রাতের খাবার খেয়ে আগুন পোহানোর জন্য বের হয়েছিলেন। পরে আর বাড়ি ফেরে আসেননি। পরিত্যক্ত ঘরে তার লাশ পাওয়া গেছে।’

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘নিহতের চোখ উপড়ানো ছিল এবং কপালে চামড়া ছেঁড়া অবস্থায় পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত বলা যাবে।’

  • উদ্ধার
  • চা দোকানি
  • জামালপুর
  • মরদেহ
  • #