চট্টগ্রামের সীতাকুণ্ডে সাগর তীর থেকে শিপব্রেকিং ইয়ার্ডের দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে; তাদের মৃত্যুর কারণ নিয়ে মিলেছে দুই রকম তথ্য। সোমবার সকালে সীতাকুণ্ড উপজেলার কুমিরা নৌঘাট সংলগ্ন সাগর উপকূল থেকে ওই দুইজনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। মৃত দুইজন হলেন সাইফুল ইসলাম ও আবদুল খালেক। তাদের বাড়ি গাইবান্ধা জেলায়। কুমিরা এলাকার কেআর শিপ রিসাইক্লিং ইয়ার্ডে কাজ করতেন তারা।
কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন বলেন, গত রাত ২টার দিকে ইয়ার্ডে আসা একটি পুরনো জাহাজের মালামাল লুট করার জন্য একদল ডাকাত হানা দেয়। এসময় ইয়ার্ডের চার শ্রমিক বোটে করে তাদের ধাওয়া দেয়। তখন ডাকাতদের হামলায় দুইজন মারা যায়। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে, মারা যাওয়া সাইফুলের দেহ ধারালো অস্ত্রের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে গেছে।
চট্টগ্রামে শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) আবদুল্লাহ আল মাহমুদ বলেন, শিপইয়ার্ড থেকে দুইজন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের একজনের লাশ হাত, পা ও মাথা বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে। ভোররাত তিনটা অথবা সাড়ে তিনটার দিকে দুইটি স্পিডবোট নিয়ে শিপইয়ার্ডে ডাকত এসেছিলে বলে দাবি করা হচ্ছে। ঘটনাস্থলে আমাদের পরিদর্শক ও সীতাকুণ্ড থানার পুলিশ রয়েছে।