খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রমহড়া

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ দিন আগে
প্রতীকী ছবি

খুলনা নিউমার্কেট এলাকার শ্যামা ডায়ামন্ড নামের একটি স্বর্ণের দোকানে সন্ত্রাসীদের মহড়া দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিউমার্কেট এলাকার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিউমার্কেটের ব্যবসায়ীরা জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে ১০-১৫ জনের একটি দল নিউমার্কেটের শ্যামা জুয়েলার্সের শাখা শ্যামা ডায়মন্ডে প্রবেশ করে। তারা দোকানমালিককে খুঁজতে থাকে। পরে মালিককে দোকানে না পেয়ে তারা বাইরে চলে যায়। এ সময় জরুরি সতর্ক অ্যালার্ম বেজে উঠলে নিউমার্কেটের দোকান বন্ধ করে মালিকেরা শ্যামা ডায়মন্ডের সামনে অবস্থান করে। পরে পুলিশে খবর দেওয়া হয়।

নিউমার্কেটের স্বর্ণ ব্যবসায়ী আমানত বলেন, রাত সাড়ে ৮টার পরপর কয়েকজন অস্ত্রসহ ওই দোকানে প্রবেশ করে। তারা বাইরে যাওয়ার পর দোকান বন্ধ হয়ে যায়। ৬৭ বছরের ইতিহাসে জরুরি অ্যালার্ম বাজার ঘটনা এটি প্রথম।

এ বিষয়ে জানতে চাইলে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, রাতে ১০-১২ জন নিউমার্কেটের শ্যামা ডায়ামন্ডে প্রবেশ করেছে। এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসি। কিন্তু দোকানটি বন্ধ থাকায় সিসি ফুটেজ সংগ্রহ করা সম্ভব হয়নি। সিসি ফুটেজ সংগ্রহ করে ঘটনার ব্যাপারে জানা যাবে।

এদিকে ঘটনাস্থলে আসা নৌবাহিনীর লে. কমান্ডার মহেমুনুল আল মুনীম বলেন, ‘কিছু লোক নিউমার্কেটে আতঙ্ক সৃষ্টির জন্য প্রবেশ করেছে এমন সংবাদ পেয়ে পুলিশকে সাহায্য করার জন্য এখানে এসেছি।’

  • অস্ত্রমহড়া
  • খুলনা
  • নিউমার্কেট
  • #