প্রতীকী ছবি
রাজধানীর কলাবাগান ও হাজারীবাগ থেকে দুজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ জানুয়ারি) তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। নিহতেরা হলেন, নাদের নেহাল রোনাক (৩২) ও রত্না আক্তার (২৬)।
কলাবাগান থানার এসআই আবু শরীফ জানান, মঙ্গলবার দুপুরে জাতীয় জরুরি পরিষেবা-৯৯৯ এ সংবাদ পেয়ে হাতিরপুলের ফ্রি স্কুল স্ট্রীট ৩৭৪/ই এর ৪ তলার বাসা থেকে রোনাকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘রোনাক আমেরিকার নিউইয়র্কের কুইন্স বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। পারিবারিক কারণে হতাশাগ্রস্ত হয়ে প্রায় দেড় মাস আগে দেশে চলে আসেন। তার মা বৃদ্ধ ঢাকার বাসায় থাকেন। তার বিবাহিত বোন অসুস্থ, হাসপাতালে ভর্তি।’
আবু শরীফ বলেন, ‘হতাশা থেকে নিজের রুমে ফ্যানের সঙ্গে চাদর পেঁচিয়ে ফাঁস দেন রোনাক। বিষয়টি প্রথমে বুঝতে না পারলেও বেলা ১১টার দিকে তাকে ডাকাডাকি করে কোনও সাড়াশব্দ পায়নি পরিবার। পরে প্রতিবেশীদের সহযোগিতায় দরজার সিটকানি ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা।’
অন্যদিকে, হাজারীবাগ থানার এসআই বজলুর রশীদ বলেন, জাফরাবাদ এলাকায় একটি চতুর্থ তলা বাসার নিচতলা থেকে রত্নার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পেশায় চাকরিজীবী ওই নারীর লাশ ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত ছিল। আইনি প্রক্রিয়া শেষে বিকালে ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে কি কারণে এমনটি করেছেন সে বিষয়ে তাৎক্ষণিক জানা যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’