শীর্ষ ৫ রপ্তানি খাতের আয় কমেছে

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ দিন আগে

২০২৫ সালের ডিসেম্বরে অর্থনীতির বিভিন্ন সূচক ইতিবাচক থাকলেও বড় ধরনের ধাক্কা খেয়েছে রপ্তানি খাত। এ সময় দেশের শীর্ষ পাঁচটি রপ্তানি খাতের সবকটিতেই আয় কমেছে। ফলে চলতি অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) সামগ্রিক পণ্য রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ২ শতাংশের বেশি কমেছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এই সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, জুলাই-ডিসেম্বর মেয়াদে মোট ২ হাজার ৪০০ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা আগের বছরের চেয়ে ২.১৯ শতাংশ কম। এর ফলে টানা পাঁচমাস নেতিবাচক প্রবৃদ্ধির মুখে পড়ল দেশ।

দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকে এ সময় আয় হয়েছে ১ হাজার ৯৩৭ কোটি ডলার, যা আগের বছরের চেয়ে ২.৬৩ শতাংশ কম। এ ছাড়া চামড়া ও চামড়াজাত পণ্য, হোম টেক্সটাইল এবং পাট ও পাটজাত পণ্যে প্রবৃদ্ধি আশঙ্কাজনক হারে কমেছে। প্রক্রিয়াজাত কৃষিপণ্যের রপ্তানি কমেছে ১০ শতাংশের বেশি।

রপ্তানি কমার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘যুক্তরাষ্ট্রের নতুন ট্যারিফ (শুল্ক) নীতির কারণে ক্রেতারা অর্ডার দিতে দ্বিধা করছেন। আবার ভারতের মতো দেশগুলো ইউরোপীয় বাজারে আগ্রাসী প্রতিযোগিতায় নামায় আমরা এক ধরনের আন-হেলদি কম্পিটিশন বা অস্বাস্থ্যকর প্রতিযোগিতার মুখে পড়েছি। এর ফলে আমাদের অর্ডার প্রকিউরমেন্ট কমে গেছে।’

গবেষণা সংস্থা সিপিডির সম্মাননীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেন, ‘রপ্তানি প্রবৃদ্ধি প্রথম ৫ মাসে নেই বললেই চলে। সামনে এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ রয়েছে। অথচ আমাদের “কস্ট অব ডুয়িং বিজনেস” বা ব্যবসা পরিচালনার খরচ কমানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো সক্ষমতা আমরা দেখাতে পারিনি। ২০২৬ সালে আমাদের বড় ও সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করতে হবে।’

অবশ্য বৈশ্বিক এই মন্দার মধ্যেও ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্র, জার্মানি ও যুক্তরাজ্য ছিল রপ্তানির শীর্ষ গন্তব্য। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া ও কানাডার বাজারে রপ্তানি কিছুটা বেড়েছে।

সূত্র : ইনডিপেন্ডেন্ট টিভি 

  • আয়
  • কমেছে
  • রপ্তানি
  • #