ঝিনাইদহের মহেশপুরে পূর্বশত্রুতার জেরে মতিয়ার রহমান মতি নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যাচেষ্টা করা হয়েছে। সোমবার বিকালে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে ভাষানপোতা পৌঁছলে পেছন থেকে গুলি করে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ মতিয়ার রহমান বাঘাডাঙ্গা গ্রামের আজিজুল হকের ছেলে।
জানা গেছে, মহেশপুর শহর থেকে বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে পৌঁছলে অপর মোটরসাইকেলে থাকা দুই দুর্বৃত্ত মতিয়ার রহমানকে লক্ষ্য করে পেছন দিক থেকে গুলি চালান। এ সময় পিঠে গুলিবিদ্ধ হয়ে মোটরসাইকেল থেকে পড়ে যান তিনি। পরে স্থানীয়রা মতিয়ার রহমানকে উদ্ধার করে মহেশপুর হাসপাতালে ভর্তি করলে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মহেশপুর হাসপাতালের চিকিৎসক মামুন পারভেজ জানান, গুলি ঢুকার চিহ্ন থাকলে বের হওয়ার কোনো চিহ্ন পাওয়া যায়নি। গুলিটি ভিতরে থেকে গেছে। রোগীর অবস্থা গুরুতর হওয়ায় যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মহেশপুর থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদুর রহমান জানান, মতিয়ার রহমান মতি নামের একজনকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে চেষ্টা চালানো হচ্ছে।