খুলনায় খানজাহান আলী থানাধীন যোগীপোল ইউনিয়নের যাব্দিপুর বউ বাজার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে রানা শেখ নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। একের পর এক সন্ত্রাসী ঘটনায় আবারো আতঙ্কিত হয়ে পড়েছে নগরবাসী। বুধবার (৭ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহত রানা আড়ংঘাটা থানার তেলিগাতী গ্রামের হোসেন শেখের ছেলে। তাকে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যাব্দিপুর বউ বাজারে তাফসীর গাজীর দোকানের সামনে অবস্থানকালে রানাকে লক্ষ্য করে দুর্বৃত্তরা পরপর দুটি গুলি ছোড়ে। এতে একটি গুলি তার বাম হাতে এবং অপরটি পিঠে বিদ্ধ হয়। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুমেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, ঘটনাস্থল ত্যাগের সময় দুর্বৃত্তরা একটি দেশি তৈরি শর্ট গান ও কার্তুজ ফেলে যায়। পুলিশ তা উদ্ধার করেছে। ঘটনার পরপরই সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।