রাজধানীর কদমতলী এলাকা থেকে তিন দিন ধরে নিখোঁজ থাকা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মো. ওয়াসিম আহমেদ মুকছান (৪০) অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, তাকে কোনো আইন-শৃঙ্খলা বাহিনী নয়, বরং পরিবারের সদস্যদের উদ্যোগে একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়েছিল। মঙ্গলবার দুপুরে কদমতলী থানার মেরাজনগর এলাকার ওই কেন্দ্র থেকে ওয়াসিমকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, তার পরিবার দীর্ঘদিনের মাদকাসক্তির কারণে সমস্যায় ছিলেন। তাই ছোট ভাই রাকিবের তত্ত্বাবধানে স্ত্রীর অগোচরে তাকে ভোরের সময়ে নিরাময় কেন্দ্রে নেওয়া হয়েছিল।
ওয়াসিমের স্ত্রী শারমিন আক্তার টুম্পা অভিযোগ করেছিলেন, গত শনিবার ভোর ৫টার দিকে ৫-৬ জন ব্যক্তি নিজেদের আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে তাকে তুলে নিয়ে গিয়েছিল। সে দিনই তিনি কদমতলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, জিডি জমা হওয়ার পর থানা পুলিশ তদন্ত শুরু করে এবং সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় জানতে পারে, নিখোঁজ নেতা কোনো বাহিনীর হাতে নয়, বরং নিরাময় কেন্দ্রে ছিলেন।
উদ্ধারের পর মঙ্গলবার বিকেলে পুলিশ তাকে পরিবারের হাতে হস্তান্তর করে। পুলিশ সূত্রে জানানো হয়, এ ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনীর কোনো অংশগ্রহণ ছিল না এবং পরিবারের সম্মতিক্রমে ব্যবস্থা নেওয়া হয়েছিল।