রাজধানীর কাফরুলের সেনপাড়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে মাহমুদুর রহমান খান সনি (৪৬) নামের এক অবৈধ অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় তার কাছ থেকে অবৈধ বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি, ১ রাউন্ড গুলির খোসা ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) র্যাব-৪ এর একটি দল এ অভিযান পরিচালনা করে।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-৪ জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, রাজধানীর কাফরুল থানার সেনপাড়া এলাকার একটি বাসায় অবৈধ দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্র রক্ষিত রয়েছে। এ তথ্যের ভিত্তিতে তৎক্ষণাৎ ওই বাসায় অভিযান চালানো হয়। এ সময় বাসার মালিক মো. মাহমুদুর রহমান খান সনি কৌশলে পালানোর চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জিজ্ঞাসাবাদে সনি জানায় তার কাছে অবৈধ অস্ত্র রয়েছে। তার দেওয়া তথ্যমতে ওই বাসায় একটি অবৈধ বিদেশি পিস্তল, ৬ রাউন্ড তাজা গুলি, ১ রাউন্ড গুলির খোসা ও ১ টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।