মাগুরায় যুবককে পিটিয়ে হত্যা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ দিন আগে
প্রতীকী ছবি

মাগুরা সদরে ইছাখাদা পশ্চিমপাড়ায় গরুচোর সন্দেহে আকিদুল ইসলাম (৪২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার সকালে সদর উপজেলার ইছাখাদা বাজারে এ ঘটনা ঘটে। নিহত আকিদুল সদরের পাকা কাঞ্চনপুর গ্রামের শহর আলীর ছেলে।

পুলিশ জানায়, বুধবার ভোরে ইছাখাদা বাজারে আকিদুল নামে ওই যুবককে গরুচোর সন্দেহে স্থানীয় লোকজন গণপিটুনি দেয়। সকাল ৯টার দিকে তাঁকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবারের দাবি, চাঁদা না পেয়ে স্থানীয় কিছু যুবক পরিকল্পিতভাবে আকিদুলকে খুন করেছে। আকিদুলের স্ত্রী অজিফা খাতুন বলেন, আমার স্বামী বিদেশে ছিলেন। প্রায় পাঁচ মাস আগে সাইপ্রাস থেকে এসেছেন। তিনি ঢাকায় একটি সবজির আড়তে কাজ করতেন। মঙ্গলবার রাতে ঢাকা থেকে বাড়ির উদ্দেশে রওনা হন। ভোর ৪টার দিকে ইছাখাদা বাজারে নেমে ফোন করে ছেলেকে আসতে বলেছিলেন। এরপর জেনেছি, তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

অজিফা খাতুন অভিযোগ করেন, মনিরুল নামে এক ব্যক্তি আমার স্বামীর ফোন থেকে কল করে বলেন, তোমার স্বামী গরু চুরি করেছে। তাকে ধরেছি, দুই লাখ টাকা দাও, তাহলে ছেড়ে দেব। টাকা দিতে না পারায় ইছাখাদা পশ্চিমপাড়া এলাকায় একটি কাঁঠালগাছের সঙ্গে বেঁধে মনিরুল, লিয়াকতসহ অন্যরা মিলে তাঁকে হত্যা করেছে। আমার স্বামী গরু চুরির সঙ্গে যুক্ত নন। এ ঘটনার কারণ হিসেবে গ্রামের পুরোনো শত্রুতা, মারামারি ও চাঁদা আদায়ের মতো বিষয় থাকতে পারে।

মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুমাইয়া আফরিন জানান, নিহত ওই ব্যক্তির শরীরের প্রায় সব জায়গায় আঘাতের চিহ্ন দেখা গেছে। তাঁর মাথার চুল কেটে দেওয়া হয়েছিল। পা ভেঙে দেওয়া হয়েছে, সেখান থেকে রক্ত ঝরছিল।

এ বিষয়ে মাগুরা সদর থানার ওসি আশিকুর রহমান বলেন, আকিদুল নামে ওই যুবক আঠারোখাদা ইউনিয়নের মালন্দ গ্রাম থেকে একটি গরু চুরি করে নিয়ে আসছিলেন বলে অভিযোগে করে গণপিটুনি দেয় স্থানীয় লোকজন। তাদের দাবি, গরু নিয়ে আসার সময় লোকজন ধাওয়া দিয়ে আকিদুলকে ধরেছিল। একটি গরু পুলিশ হেফাজতে নিয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

  • পিটিয়ে
  • মাগুরা
  • যুবক
  • হত্যা
  • #