শরীয়তপুরে বোমা বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে ২

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৯ ঘন্টা আগে
প্রতীকী ছবি

শরীয়তপুরের জাজিরায় ককটেল বোমা তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দুজনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে গুরুতর আহত নবিন সরদার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এর আগে বৃহস্পতিবার ভোরে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীর কান্দি গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহত নবিন সরদার (২২) চেরাগ আলী গ্রামের বাসিন্দা রহিম সরদারের ছেলে নবিন সরদার।

এর আগে বৃহস্পতিবার ভোরে জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই বেপারি কান্দি এলাকায় ককটেল বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থলেই সোহান বেপারী নামে এক যুবক নিহত হন। একই ঘটনায় নবিন সরদারসহ আরও দুজন গুরুতর আহত হন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিলাসপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বিরোধ চলছিল। বৃহস্পতিবার ভোরে একটি সদ্য নির্মিত বসতঘরে ককটেল বোমা তৈরির সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং দুজন গুরুতর আহত হন। পরে হাসপাতালে আরও একজন নিহত হন।

বোমা বিস্ফোরণে নিহতের ঘটনায় এলাকাবাসীর মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার পর থেকেই এলাকা প্রায় পুরুষশূন্য হয়ে পড়েছে এবং নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

জাজিরা থানার ওসি সালেহ্ আহাম্মদ বলেন, বিলাসপুরের বিস্ফোরণের ঘটনায় নবিন সরদার নামে আরও একজন মারা গেছেন বলে খবর পেয়েছি। পুরো ঘটনা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

  • নিহত
  • বিস্ফোরণ
  • বোমা
  • শরীয়তপুর
  • #