চট্টগ্রামে ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৭ ঘন্টা আগে

চট্টগ্রামের মিরসরাইয়ের বাড়িয়ারহাটে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নৌবাহিনীর মার্চেন্ট সদস্যসহ ৩ জন নিহত হয়েছেন। এতে অন্তত আরও ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ধুমঘাট ফরেস্ট অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধুমঘাট ব্রিজের আগে বনবিভাগের চেকপোস্টে কাঠবোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সেন্টমার্টিন পরিবহনের একটি বাস ট্রাকের পেছনে ধাক্কা দেয়।

গুরুতর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত মার্চেন্ট নৌ সদস্যের নাম নাফিজ আহমেদ অয়ন। তার বাড়ি মিরসরাই উপজেলার মসজিদিয়া গ্রামে। তিনি ১০ দিনের ছুটি শেষে মাদারীপুর কর্মস্থলে ফিরছিলেন। বাকি হতাহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

বাড়িয়ারহাট ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। পরে ৩ জনের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

জোরাগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই বোরহান উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের টিম ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ পরিচালনা করে। মূলত নিয়ন্ত্রণ হারিয়ে সেন্টমার্টিন ট্রাভেলস স্লিপার বাসটি দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দেয়। নিহত ও আহতদের নাম পরিচয় শনাক্তে কাজ চলছে। বাস ও ট্রাকটি উদ্ধার করা হয়েছে।

  • চট্টগ্রাম
  • ট্রাক
  • ধাক্কা
  • নিহত
  • বাস
  • #