প্রতীকী ছবি
রাজধানীর দক্ষিণ বনশ্রী আবাসিক এলাকার ফ্ল্যাট থেকে ফাতেমা আক্তার নিলি নামে একাদশ শ্রেণির এক শিক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, এটা হত্যাকাণ্ড। তবে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি।
শনিবার সন্ধ্যায় জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সূত্র জানায়, পরিবারের সঙ্গে সে দক্ষিণ বনশ্রীর ওই বাসায় থাকত। দুই দিন আগে তার মা-বাবা হবিগঞ্জে গ্রামের বাড়িতে যান। ঢাকায় সে ও তার বোন ছিলেন। বিকেলে ফাতেমার বোন বাসার বাইরে যান। ফিরে এসে ফাতেমার গলাকাটা মরদেহ দেখতে পান তিনি।
খিলগাঁও থানার এসআই জোবায়ের হোসেন বলেন, তিনি ঘটনাস্থলে আছেন। ধারণা করা হচ্ছে, মরদেহের গলা কাটা রয়েছে। এ ছাড়া গলায় রশি প্যাঁচানো ছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।