মধ্যপ্রাচ্যের ওমানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চট্টগ্রামের ফটিকছড়ির এক পরিবারের তিনজন। বাংলাদেশ সময় শুক্রবার রাতে ওমানের সালালাহ এলাকায় তারা দুর্ঘটনার শিকার হন বলে দেশে থাকা স্বজনরা জানিয়েছেন।
নিহতরা হলেন ফটিকছড়ির সুন্দরপুর ইউনিয়নের সিলোনিয়া এলাকার সাকিবুল হাসান সবুজ, তার মা বিলকিস আক্তার এবং সাকিবের বোনজামাই দিদারুল আলম।
সাকিবের চাচা জানে আলম গণমাধ্যমকে বলেন, সাকিব আট-নয় বছর আগে ওমান প্রবাসী হন। তার বাবা শফিউল আলমও ওমান প্রবাসী। পুরো পরিবার ওমানের মাস্কাটে থাকেন। তারা বুধবার মাজার জিয়ারত করার জন্য পরিবারের সদস্যদের নিয়ে সালালাহ গিয়েছিল। শুক্রবার ফেরার পথে সড়কে উটের সঙ্গে ধাক্কা লেগে তাদের গাড়ি উল্টে যায়। এতে মা-ছেলেসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হন। গাড়িতে থাকা সাকিবের স্ত্রী ও তা শিশু সন্তান আহত হয়েছেন। তাদের সেখানকার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানে আলম বলেন, তাদের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।