চট্টগ্রামে যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা, গুলিবিদ্ধ আরও একজন

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৬ ঘন্টা আগে
প্রতীকী ছবি

চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে জামাল নামে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়েছে। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন নাছির নামে অপর ব্যক্তি। তারা দুজনই শাহনগর এলাকার বাসিন্দা। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফটিকছড়ির লেলাং শাহনগর এলাকায় এ ঘটনা ঘটে। তবে কারা বা কী কারণে তাদের ওপর গুলি চালিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

ফটিকছড়ি থানা পুলিশের পক্ষ থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। তবে কী কারণে গোলাগুলির ঘটনা ঘটেছে এবং এতে কারা জড়িত, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও জানানো হয়নি।

লেলাং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, রাতের অন্ধকারে বহিরাগত কয়েকজন সশস্ত্র ব্যক্তি এসে জামালকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। হামলায় অপর একজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বলে জানা গেছে।

তিনি আরও জানান, ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশকে খবর দেওয়া হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে অবস্থান করছে।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কাজী মো. তারেক আজিজ বলেন, গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

  • গুলিবিদ্ধ
  • চট্টগ্রাম
  • যুবক
  • হত্যা
  • #