সিরাজগঞ্জে আ. লীগ নেতার বাড়িতে আগুন, সাংবাদিকের বাড়িতে বোমা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৯ ঘন্টা আগে

সিরাজগঞ্জের বেলকুচিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার বাড়িতে অগ্নিসংযোগ এবং জেলা শহরে সাংবাদিকের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। শনিবার (১০ জানুয়ারি) রাত ২টার দিকে আওয়ামী লীগ নেতা মো. ইয়াহিয়ার বাড়িতে আগুন দেওয়া হয়। তিনি ইউনিয়ন দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। অন্যদিকে, রাত ৯টার দিকে সিরাজগঞ্জ শহরের দিয়ারধানগড়া মহল্লায় সাংবাদিক শরিফুল ইসলাম ইন্না’র বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। ইন্না সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক।

আওয়ামী লীগ নেতা ইয়াহিয়া বলেন, ‘আমাকে হত্যার উদ্দেশ্যেই গভীর রাতে বসতবাড়িতে আগুন দেওয়া হয়েছে। রাজনৈতিক মামলার কারণে আমি বাড়িতে ছিলাম না। বাড়িতে থাকা স্ত্রী-সন্তান ও পরিবারের অন্যান্যরা দ্রুত ঘর থেকে বের হওয়ায় তারা প্রাণে বেঁচে গেছে। তবে দুর্বৃত্তদের দেওয়া আগুনে বসতঘর ও আসবাবপত্র পুড়ে গেছে।’

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ফরিদ উদ্দিন বলেন, ‘অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্তরা রোববার দুপুর পর্যন্ত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এদিকে, সাংবাদিক শরিফুল ইসলাম ইন্না দাবি করেছেন, গত এক মাস ধরে দিয়ারধানগড়া ও সয়াগোবিন্দ (ভাঙ্গাবাড়ী) মহল্লার মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এর জের ধরে তার বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।

তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে দিয়ারধানগড়া ও ভাঙ্গাবাড়ি মহল্লার মধ্যে মারামারি চলছে। শনিবার থানায় বসে বিষয়টির মীমাংসা করা হয়েছিল। আমার বাড়ি দুই গ্রামের সীমান্তে। হামলাকারীদের মূল লক্ষ্য আমার বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া।

তিনি আরও বলেন, ‘রাতে তিনটি মোটসাইকেলে ছয়জন এসে আমার বাড়ি লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এ ছাড়া সামনের আরও দুইটা বাড়িতেও পেট্রল বোমা নিক্ষেপ করা হয়েছে। এরপর তারা দ্রুত পালিয়ে যায়। দ্রুত আগুন নেভানোর কারণে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ভিডিও সংগ্রহ করা হচ্ছে। দুপুর পর্যন্ত এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি

  • আ. লীগ নেতা
  • আগুন
  • বাড়ি
  • সিরাজগঞ্জ
  • #