টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশুর অবস্থা আশঙ্কাজনক, আটক ৫৩

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৭ ঘন্টা আগে

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং সীমান্ত এলাকায় মায়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি শিশু গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে, মায়ানমার থেকে সীমান্তে অনুপ্রবেশের দায়ে ৫৩ জনকে আটক করেছে বিজিবি। রবিবার (১১ জানুয়ারি) ভোরে হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকায় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ শিশুর নাম আফনান (১২)। সে লম্বাবিল এলাকার জসিম উদ্দিনের মেয়ে।

স্থানীয়রা জানান, সীমান্তের ওপারে গুলিবর্ষণের শব্দে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তাহীনতায় অনেক সীমান্তবাসী ঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছেন। সংঘর্ষের সুযোগে সীমান্ত দিয়ে নতুন করে রোহিঙ্গাদের অনুপ্রবেশের আশঙ্কাও দেখা দিয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, মায়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষে প্রাণ বাঁচাতে বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের সময় ৫৩ জন মায়ানমারের সন্ত্রাসী গুষ্ঠীর সদস্যকে আটক করা হয়েছে। পরে তাদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, হোয়াইক্যং সীমান্তের ওপারে রাতভর গোলাগুলির শব্দ শোনা যাচ্ছিল। এরই একপর্যায়ে মায়ানমার দিক থেকে আসা গুলিতে এক শিশু গুলিবিদ্ধ হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজে (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী কাজ করছে।

তিনি আরো জানান, এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে সীমান্ত এলাকা থেকে মায়ানমারের সন্ত্রাসী গোষ্ঠীর ৫৩ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে মায়ানমারের রাখাইন রাজ্যে সশস্ত্র সংঘর্ষ চলছে। সেখানে আরাকান আর্মির সঙ্গে আরসা, আরএসও ও নবী হোসেন গ্রুপের মধ্যে চলমান গোলাগুলি ও সহিংসতার প্রভাব পড়ছে বাংলাদেশের সীমান্ত এলাকায়। এর ফলে টেকনাফের হোয়াইক্যং সীমান্তে স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

হোয়াইক্যং সীমান্ত এলাকার বাসিন্দা রুহুল আমিন বলেন, ‘কয়েক দিন ধরেই সীমান্তের ওপারে গোলাগুলির শব্দে মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। শনিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া গুলির শব্দ রবিবার ভোর পর্যন্ত শোনা গেছে। এর মধ্যেই শিশু গুলিবিদ্ধের ঘটনায় এলাকাবাসীর ক্ষোভ চরমে পৌঁছেছে।’

হোয়াইক্যং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ জালাল বলেন, মায়ানমার থেকে আসা গুলিতে এক বাংলাদেশি শিশুর প্রাণহানি অত্যন্ত মর্মান্তিক। সীমান্ত পরিস্থিতি থমথমে হয়ে আছে। অনেক পরিবার নিরাপত্তার কারণে ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিচ্ছে।

  • বাংলাদেশি
  • মায়ানমার
  • স্কুলছাত্রী
  • #