বাগেরহাটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১২ নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছেন। রোববার (১১ জানুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা তাদের পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন বাগেরহাট সদর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মো. আলী হোসেন ও যুগ্ম সমন্বয়কারী কাজী মাহফুজুনর রহমানসহ মোট ১২ জন নেতাকর্মী।
অন্য পদত্যাগকারী সদস্যরা হলেন সদর উপজেলা সদস্য আশিকুর রহমান (সুমন), শেখ রাসেল, শেখ মিজানুর রহমান, মো. হাসান শেখ, মো. শহিদুল ইসলাম, শেখ জাহিদুল ইসলাম, শেখ নাবিল হোসেন, মো. জনি, মুনিয়া আক্তার জেনি ও মো. রাতুল আহসান।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন এনসিপির বাগেরহাট সদর উপজেলার প্রধান সমন্বয়কারী (সদ্য পদত্যাগকারী) ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. আলী হোসেন। তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনা ও নতুন বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার নিয়ে জাতীয় নাগরিক পার্টির জন্ম হয়েছিল, বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও সমীকরণে তার সঙ্গে আমাদের প্রত্যাশার অসামঞ্জস্য স্পষ্ট হয়ে উঠেছে। যে স্বপ্ন ও অঙ্গীকার নিয়ে আমরা এগিয়ে এসেছিলাম, তার ব্যত্যয় ঘটায় আমি সহ মোট ১২ জন পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরও বলেন, আমার ব্যক্তিগত রাজনৈতিক দর্শন এবং জাতীয় নাগরিক পার্টির রাজনৈতিক দর্শনের মধ্যে সংঘর্ষ থাকায় ব্যক্তিগত কারণেই আমি বাগেরহাট সদর উপজেলা প্রধান সমন্বয়কারীর দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছি।