জাতীয় পার্টিসহ এনডিএফ প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ নয়, জানতে চেয়েছেন হাইকোর্ট
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (এরশাদ) এবং জাতীয় পার্টির একাংশ (আনিসুল ইসলাম মাহমুদ) ও জাতীয় পার্টির (জেপি) আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
রোববার এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির।
জাতীয় পার্টি (এরশাদ) এবং জাতীয় পার্টির (একাংশ) ও জেপির আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জোট এনডিএফের প্রার্থীদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখার নির্দেশনা চেয়ে গত ৪ জানুয়ারি রিটটি করা হয়। আবদুল্লাহ আল মাহমুদ নামে এক ব্যক্তি রিটটি করেন। তিনি রিটে নিজেকে জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী ও সক্রিয় ভূমিকা পালনকারী হিসেবে উল্লেখ করেছেন।
রিটের ওপর ৭ জানুয়ারি শুনানি নিয়ে আদালত ১১ জানুয়ারি (আজ) পর্যন্ত বিষয়টি স্ট্যান্ডওভার (মুলতবি) রাখেন। সেই ধারাবাহিকতায় আদালতের আজকের কার্যতালিকায় আবেদনটি ২১ নম্বর ক্রমিকে ওঠে।