২৫ বাংলাদেশিকে ক্ষমা করল আরব আমিরাত

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ ঘন্টা আগে

২০২৪ সালের জুলাই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভে অংশ নিয়ে দণ্ডিত অবশিষ্ট ২৫ বাংলাদেশি নাগরিককে ক্ষমা করেছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

রোববার (১১ জানুয়ারি) ঢাকায় অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এই সিদ্ধান্তের ফলে বৈষম্যবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে আমিরাতে দণ্ডপ্রাপ্ত সব বাংলাদেশি নাগরিক মুক্তি পেলেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক আবেদনের পর মানবিক বিবেচনায় এসব বাংলাদেশিকে ক্ষমা প্রদানের সিদ্ধান্ত নেন ইউএই প্রেসিডেন্ট।

ইউএই দূতাবাস জানায়, ক্ষমাপ্রাপ্ত ২৫ বাংলাদেশির সবাইকে মুক্তি দিয়ে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এর আগেও বিরল এক বিক্ষোভে অংশ নেওয়ার দায়ে দণ্ডিত বাংলাদেশিদের কয়েক দফায় ক্ষমা করেছিলেন ইউএই প্রেসিডেন্ট।

  • আরব আমিরাত
  • ক্ষমা
  • বাংলাদেশি
  • #