ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব থেকে অধ্যাপক গোলাম রব্বানীকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক রফিকুল ইসলাম পান্না এ তথ্য দেন। তার পদে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন কলা অনুষদের ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান খান।
এর আগে বুধবার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আতাউর রহমান বিশ্বাস হৃদরোগে মারা গেলে জ্যেষ্ঠতার দিক থেকে দায়িত্ব পান অধ্যাপক গোলাম রব্বানী।
চার দিন পরেই তাকে অব্যাহতির ব্যাপারে জনসংযোগ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে আদালতে ফৌজদারি মামলা চলমান থাকার বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।