ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে : মানবাধিকার সংস্থা

: বিশ্বপরিস্থিতি ডেস্ক
প্রকাশ: ৫ ঘন্টা আগে

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে বলে রোববার জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ। এর মধ্যে ৪৯০ জন বিক্ষোভকারী এবং ৪৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। গত দুই সপ্তাহে ইরানে নজিরবিহীন অস্থিরতায় নিহতের এই সর্বশেষ পরিসংখ্যান জানিয়েছে। তাছাড়া, এ সময়ে ১০ হাজার ৬০০-এর বেশি মানুষ গ্রেপ্তারও হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

ইরান সরকার এখনও আনুষ্ঠানিকভাবে কোনও নিহতের সংখ্যা প্রকাশ করেনি। তবে রাষ্ট্রীয় টেলিভিশনে তেহরানের মর্গগুলোতে বহু লাশের ব্যাগ পড়ে থাকতে দেখা গেছে। তবে বার্তা সংস্থা রয়টার্স নিহতের পরিসংখ্যান নিরপেক্ষ সূত্রে যাচাই করতে পারেনি।

গত ২৮ ডিসেম্বর, রাজধানী তেহরানের কয়েকটি বাজারে অর্থনৈতিক সঙ্কটের জেরে ছোট ছোট বিক্ষোভ থেকেই ইরানে বিক্ষোভের শুরু। পরে তা ছড়িয়ে পড়ে। মূল্যবৃদ্ধি, তীব্র মুদ্রাস্ফীতি, রিয়ালের দরপতন- সব মিলিয়ে ক্ষুব্ধ তরুণ জনগোষ্ঠী ও সাধারণ মানুষ রাস্তায় নামতে থাকে লাগাতার।

গত বৃহস্পতিবার থেকে পরিস্থিতির আরও অবনতি হয়। ইরানের নির্বাসিত শেষ শাহ এর ছেলে রেজা পাহলভির সরকারের বিরুদ্ধে আরও জোরালো প্রতিবাদের ডাকের পরই রাস্তা জনসমুদ্রে পরিণত হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ১০০ মানুষের মৃত্যুর খবরও আসে।

 

  • ইরান
  • নিহত
  • বিক্ষোভ
  • #