পাইকগাছায় রাস মন্দিরের প্রতিমা ভাঙচুর

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৯ ঘন্টা আগে

খুলনার পাইকগাছা পৌরসভায় শিববাটী রাস মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় পূজারিরা সন্ধ্যা প্রদীপ জ্বালাতে গেলে বিষয়টি তাদের নজরে আসে বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক মন্দির সংশ্লিষ্ট একজন জানান, সোমবার সন্ধ্যায় কয়েকজন নারী পৌরসভার শিববাটী রাস মন্দিরে পূজা দিতে গিয়ে মন্দিরের অভ্যন্তরে রাসপূজার প্রতিমা ভাঙচুর করা অবস্থায় দেখতে পান। বিষয়টি তারা পুরুষ সদস্যদের জানালে বিষয়টি পুলিশ, পূজা উদযাপন কমিটি ও স্থানীয় রাজনৈতিক দলের নেতাদের জানানো হয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, ওসি, পাইকগাছা থানা পুলিশ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এ বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও ভীতি কাজ করছে। পূজারিরা দ্রুত প্রতিমা বিসর্জন দিয়ে দেবেন বলে পুলিশ ও প্রশাসনের প্রতিনিধিদের জানান।

তিনি জানান, ১৯৯৬ সাল থেকে বিভিন্ন মন্দিরের সমন্বয়ে রাসপূজা অনুষ্ঠিত হয়ে আসছিল। পূজার পর মন্দিরে প্রতিমা সংরক্ষণ করে প্রতিদিন সন্ধ্যা পূজা দেওয়া হয়। তবে কখনো এমন ঘটনা ঘটেনি। এ ব্যাপারে মন্দির কমিটির নেতারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত মন্দির কর্তৃপক্ষ থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি।

সূত্র : কালের কণ্ঠ

  • পাইকগাছা
  • প্রতিমা
  • ভাঙচুর
  • রাস মন্দির
  • #