সাত কলেজ শিক্ষার্থীদের অবরোধে তীব্র যানজট

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ দিন আগে

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে সাত কলেজের শিক্ষার্থীরা দুপুর ১২টার পর রাজধানীর টেকনিক্যাল মোড়, মহাখালীর আমতলী, সায়েন্সল্যাব ও তাঁতিবাজার মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এদিকে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা সহপাঠী সাকিব হত্যার বিচার দাবিতে সাড়ে ১১টার দিকে ইন্দিরা রোডের মূল সড়ক ও ইন্দিরা রোডের এলিভেটেড এক্সপ্রেসওয়ের ডাউন র‌্যাম্পের মুখ অবরোধ করে দেন। ফলে রাজধানীতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।

আজ দুপুর ১টার দিকে সায়েন্স ল্যাব ক্রসিংয়ে গিয়ে দেখা যায়, ঢাকা কলেজ ও ইডেন কলেজের ৬ থেকে ৭ শতাধিক শিক্ষার্থী সড়ক অবরোধ করে রেখেছেন। টেকনিক্যাল ক্রসিংয়ের মাঝখানে মিরপুর বাংলা কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা অবস্থান নেওয়ায় ইনকামিং ও আউটগোয়িংসহ বাংলা কলেজগামী সব দিকের যান চলাচল বন্ধ হয়ে গেছে। একই দাবিতে তিতুমীর কলেজের শিক্ষার্থীরাও মহাখালীর সড়ক অবরোধ করে রেখেছেন। তাঁতিবাজার মোড়ে সরকারি কবি নজরুল কলেজ ও সরকারি সোহরাওয়ার্দী কলেজের প্রায় ৩০০ শিক্ষার্থী অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছেন বলে জানিয়েছে ট্রাফিক পুলিশ বিভাগ।দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না বলে ঘোষণা দিয়েছেন।

তাদের একদফা দাবি হলো, আগামী ১৫ জানুয়ারি উপদেষ্টা পরিষদের সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের হালনাগাদ খসড়া অনুমোদন এবং রাষ্ট্রপতির মাধ্যমে চূড়ান্ত অধ্যাদেশ জারি।

সরেজমিনে দেখা গেছে, গাবতলী থেকে যানবাহন ঘুরিয়ে দেওয়া হচ্ছে। বেশিরভাগ গাড়ি মিরপুর ও মোহাম্মদপুর হয়ে ঢাকার ভেতরে প্রবেশের চেষ্টা করছে। এছাড়া অনেক মানুষকে তাদের যানবাহন ছেড়ে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করতে দেখা গেছে।

এর আগে সাত কলেজের শিক্ষার্থীরা গতকাল এক বিজ্ঞপ্তিতে  জানান, আজ বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টা থেকে সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতিবাজার মোড় অবরোধ করা হবে। তাদের এক দফা দাবি হলো, আগামী ১৫ জানুয়ারি উপদেষ্টা পরিষদের সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের হালনাগাদ খসড়া অনুমোদন এবং রাষ্ট্রপতির মাধ্যমে চূড়ান্ত অধ্যাদেশ জারি।

এদিকে, সাকিবুল হত্যার বিচার এবং আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীরা রাজধানীর ব্যস্ততম ফার্মগেট মোড় অবরোধ করেছেন। এর আগে তারা এলিভেটেড এক্সপ্রেসওয়ে অবরোধ করেছিলেন, ফলে গুরুত্বপূর্ণ এই দুই সড়কে যানচলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার (১৪ জানুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে প্রথমে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ফার্মগেট খামারবাড়ি অভিমুখের অংশ তারা অবরোধ করেন। পরে সাড়ে ১২টার দিকে ফার্মগেট মোড়ও বন্ধ করে দেন।

দেখা গেছে, শিক্ষার্থীদের অবরোধের ফলে এই দুই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে আশপাশের সড়কেও তীব্র যানজট সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ঘটনাস্থলে অবস্থান নিতে দেখা গেছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সাকিব হত্যাকাণ্ডের এক মাসের বেশি সময় পার হলেও এখনো দৃশ্যমান কোনো বিচারিক অগ্রগতি দেখা যায়নি। তারা খুনিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে জানান। অবরোধ চলাকালে শিক্ষার্থীরা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে পারে না’সহ বিভিন্ন স্লোগান দেন।

প্রসঙ্গত, গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে অন্তত তিনজন শিক্ষার্থী আহত হন। গুরুতর আহত হন উচ্চমাধ্যমিকের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা। তাকে আইসিইউতে ভর্তি করা হয়, এবং চার দিন চিকিৎসা চলার পর গত ১০ ডিসেম্বর দুপুর ১২টা ৩০ মিনিটে তিনি মারা যান।

 

  • অবরোধ
  • যানজট
  • শিক্ষার্থী
  • সাত কলেজ
  • #