পিকআপের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৬ দিন আগে

নোয়াখালীর মাইজদীতে পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে মাইজদী ফোরলেন প্রধান সড়কের কেরানিবাড়ি মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের উমেশ কুমার ভৌমিকের ছেলে অভি দেব নাথ (২৪) এবং একই এলাকার কানু চন্দ্র শীলের ছেলে হৃদয় চন্দ্র শীল (২২)। তারা একে অপরের বন্ধু ছিলেন।

জানা যায়, হৃদয় মাইজদী মফিজ প্লাজায় ‘বেস্ট ইলেকট্রনিকস’-এ কর্মরত ছিলেন এবং অভি চন্দ্রগঞ্জ কোম্পানিতে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়,, শুক্রবার রাতে দুই বন্ধু মোটরসাইকেলযোগে চৌরাস্তা থেকে বিনোদপুরের দিকে যাচ্ছিলেন। কেরানিবাড়ি মসজিদের সামনে ইউটার্ন নেওয়ার সময় বিপরীতমুখী একটি দ্রুতগামী পিকআপ ভ্যান তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায় এবং দুই আরোহী গুরুতর আহত হন।

অভি দেবনাথ ঘটনাস্থলেই মারা যান। গুরুতর অবস্থায় হৃদয় চন্দ্র শীলকে স্থানীয়রা ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেওয়ার পথে তিনি মারা যান।

নোয়াখালী সুধারাম মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত ১টার দিকে ইউটার্ন নেওয়ার সময় বিপরীতমুখী পিকআপের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের মরদেহ সুরতহাল প্রতিবেদনের জন্য হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

  • দুই
  • নোয়াখালী
  • পিকআপভ্যান
  • মৃত্যু
  • মোটরসাইকেল
  • যুবক
  • সংঘংর্ষ
  • #