বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সাবেক ছাত্র কর্মপরিষদের সহসভাপতি (ভিপি) এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কলেজ শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক মঈন তুষারকে পুলিশ আটক করেছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে রাজধানীর উত্তরা আধুনিক হাসপাতালের সামনে থেকে স্থানীয়রা তাকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
জানা গেছে, মঈন তুষার বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত শওকত হোসেন হিরনের আস্থাভাজন ছিলেন।
উত্তরা পশ্চিম থানার ওসি মো. রফিক আহমেদ বলেন, মঈন তুষারকে স্থানীয় জনতা আটক করে পুলিশে খবর দেয়। বর্তমানে তিনি থানায় হেফাজতে রয়েছেন।