প্রতীকী ছবি
যশোরের মনিরামপুরে শফিকুল ইসলাম (৫৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার মাঠের পাশে কাঁঠালগাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা করা হয়। তিনি চালুয়াহাটি ইউনিয়নের ইছালী গ্রামের কেতাব উদ্দিন মোড়লের ছেলে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি; এটি আত্মহত্যা না হত্যা, তা এখনও বলা যাচ্ছে না। তবে নিহতের স্বজনরা এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে দাবি করেছেন।
স্থানীয়দের বরাতে জানা যায়, শফিকুল ইসলাম প্রতিদিন তার মাঠের বৈদ্যুতিক সেচযন্ত্র চালাতেন। শুক্রবার ভোরেও তিনি সেচযন্ত্র চালাতে মাঠে যান। পরে মাঠে কাজ করতে আসা কয়েকজন কৃষক পাশের বাগানে একটি কাঁঠালগাছে ঝুলন্ত মরদেহ দেখতে পান এবং তা পরিবারকে জানান।
নিহতের পরিবারের অভিযোগ, শফিকুল ইসলামের জমিতে সেচ দেওয়ার কারণে পার্শ্ববর্তী এলাকার অন্য সেচযন্ত্রের মালিকদের সঙ্গে তার বিরোধ চলছিল। তাদের দাবি, এই বিরোধের জেরেই তাকে হত্যা করে মরদেহ মাঠের পাশে কাঁঠালগাছে ঝুলিয়ে রাখা হয়েছে।
নিহতের ছেলে, রিফাত ইফতেখার বলেন, তার বাবা প্রতিদিন ফজরের নামাজের আগে মাঠে যেতেন এবং সেচযন্ত্র চালাতেন। শুক্রবারও তিনি মাকে জানিয়ে মাঠে গিয়েছিলেন, কিন্তু নামাজ শেষে ফেরেননি। পরে সকালে খবর আসে, বাগানে গাছের সঙ্গে তার মরদেহ ঝুলছে।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান জানান, মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের ফলাফলের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।