পাবনা ১ ও ২ : নতুন তফসিলে মনোনয়নপত্র জমার শেষ সময় রোববার, ভোট ১২ ফেব্রুয়ারি

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২৪ ঘন্টা আগে

সীমানা জটিলতা নিরসন করে আদালতের আদেশের পর পাবনা-১ ও ২ আসনে মনোনয়নপত্র জমার তারিখ দিয়ে নতুন তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

ঘোষিত তফসিলে মনোনয়নপত্র জমার সময় শেষ হচ্ছে রোববার। এই দুই আসন থেকে আগেও যারা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, তারা নির্বাচনে অংশ নিতে চাইলে নতুন করে মনোনয়নপত্র জমা দিতে হবে বলে বলছে ইসি।

আর নির্বাচন কমিশনের সেপ্টেম্বরের গেজেট অনুসারে পুনর্নির্ধারিত সীমানা অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি সারা দেশের সঙ্গে পাবনা-১ ও ২ আসনেও ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট হবে।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা একটি লিভ টু আপিল মঞ্জুর করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ বৃহস্পতিবার এ সিদ্ধান্ত দেওয়ার পর রাতে ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত নতুন তফসিলের প্রজ্ঞাপন জারি হয়েছে।

  • পাবনা-১
  • পাবনা-২
  • #