তেলের টাকা চাওয়ায় গাড়িচাপায় যুবককে হত্যা, যুবদল নেতা গ্রেপ্তার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ দিন আগে
ছবি : গ্রেপ্তার আবুল হোসেন সুজন

রাজবাড়ীতে তেলের টাকা না দিয়ে উল্টো প্রাইভেট কারের চাপায় পেট্রোল পাম্পের কর্মচারী রিপন সাহাকে হত্যার অভিযোগ পাওয়া গেছে এক যুবদল নেতার বিরুদ্ধে। শুক্রবার ভোরের দিকে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় করিম ফিলিং স্টেশনের এ ঘটনা ঘটে। নিহত রিপন সাহা রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর সাহাপাড়া এলাকার পবিত্র সাহার ছেলে।

এ ঘটনার দায়ে শুক্রবার দুপুরে রাজবাড়ী জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হোসেন সুজন এবং সুজনের প্রাইভেট কার চালক কামাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ওই ফিলিং স্টেশনের কর্মচারীরা জানান, একটি কালো রঙের প্রাইভেট কার এসে পাঁচ হাজার টাকার তেল নেয়। টাকা না দিয়ে চলে যতে চাইলে রিপন গাড়ির সামনে গিয়ে বাধা দিলে তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায়, পাম্পে ওই গাড়িটি থামার পর ঠিকাদার আবুল হাসেম সুজন গাড়ি থেকে নামেন এবং পাশে দাঁড়িয়ে থেকে নিহত রিপনকে দিয়ে ৫ হাজার টাকার তেল ওই গাড়িতে নেন। এরপর সুজন গাড়িটির পেছনের সিটে গিয়ে বসেন।

রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ভোর রাতে করিম ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে টাকা না দিয়ে চলে যাচ্ছিল ঢাকা মেট্রো-ঘ ১৩-৩৪৭৬ নম্বরের একটি গাড়ি। এ সময় টাকার জন্য রিপন সাহা দৌড়ে মহাসড়কে যায়। এর কিছুক্ষণ পরে অন্য শ্রমিক জাকির হোসেন এসে রিপনের মরদেহ মহাসড়কে পড়ে থাকতে দেখেন। এ সময় মরদেহের মাথা ও মুখ থেঁতলানো ছিল।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঠিকাদার আবুল হাসেম সুজন ও চালক কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে হত্যা ও প্রতারণার মামলা দায়ের করা হয়েছে।

  • গাড়িচাপা
  • যুবক
  • হত্যা
  • #