নারায়ণগঞ্জে ছুরিকাঘাত গৃহবধূকে খুন, অভিযুক্তকে গণপিটুনিতে হত্যা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৬ ঘন্টা আগে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোবাইল চুরিকে কেন্দ্র করে আমেনা বেগম নামের এক গৃহবধূকে ছুরিকাঘাত করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এ সময় অভিযুক্ত মেহেদী ইসলামকে এলাকাবাসী আটক করে গণপিটুনি দিয়ে হত্যা করে। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে উপজেলার কাঞ্চন পৌরসভার কেরাবো মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ আমেনা বেগম (৪৫) কেরাবো এলাকার বাবুল দেওয়ানের স্ত্রী। গণপিটুনিতে নিহত অভিযুক্ত মেহেদী ইসলাম (৩২) বিরাবো খালপাড় এলাকার মোস্তফা মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কেরাবো এলাকার মুদি মনোহরি ব্যবসায়ী বাবুল দেওয়ান নিজ বাড়িতে পাকা বিল্ডিং নির্মাণ করছিলেন। ওই বিল্ডিংয়ে টাইলস নির্মাণের কাজ দেওয়া হয় বিরাবো খালপাড়া এলাকার মোস্তফা মিয়ার ছেলে মেহেদী ইসলামকে। সেই থেকে আমেনাদের বাড়িতে মেহেদী ইসলাম আসা-যাওয়া করতেন।

শুক্রবার আমেনা বেগমের ব্যবহৃত একটি মোবাইল ফোন চুরি করে নিয়ে যাওয়ার পথে মেহেদী ইসলামকে হাতেনাতে ধরে ফেলেন তিনি। এ সময় আমেনা বেগমের কাছ থেকে ছুটে যেতে হুড়াহুড়ি করতে থাকে মেহেদী। একপর্যায়ে তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে আমেনা বেগমের গলায় ছুরিকাঘাত করে এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে জখম করে।

এ সময় আমেনা বেগম মাটিতে লুটিয়ে পড়ে ছটফট করতে শুরু করেন। আমেনা বেগমের চিৎকারে স্থানীয় লোকজন এসে অভিযুক্ত মেহের ইসলামকে আটক করে। পরে স্থানীয় এলাকাবাসী গণপিটুনি দিলে ঘটনাস্থলেই মেহেদী নিহত হন।

এদিকে আমেনা বেগমকে মুমূর্ষু অবস্থায় স্থানীয় জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার কর্মকর্তা সবজেল হোসেন বলেন, মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

  • অভিযুক্ত
  • খুন
  • গণপিটুনি
  • গৃহবধূ
  • ছুরিকাঘাত
  • নারায়ণগঞ্জ
  • হত্যা
  • #