খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১২ ঘন্টা আগে

বাংলাদেশ যতদিন থাকবে, ইতিহাসের প্রতিটি অধ্যায়েই বেগম খালেদা জিয়ার নাম উচ্চারিত হবে। তার মৃত্যুতে সময় কিংবা ভবিষ্যৎ থেমে যায়নি; বরং তার আদর্শই হবে আগামী বাংলাদেশের প্রধান চালিকাশক্তি।

শুক্রবার বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপির মরহুম চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোকসভায় এসব কথা বলেন বক্তারা। এ আয়োজনে বিএনপি বা বেগম খালেদা জিয়ার পরিবারের কেউ বক্তব্য রাখেননি।

বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান।

সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেনের সভাপতিত্বে শোকসভার প্রধান উদ্যোক্তা ছিলেন অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ। বিকাল ৩টায় শুরু হওয়া শোকসভায় রাজনীতিবিদ,বিভিন্ন দেশের কূটনীতিক, লেখক, গবেষক, ধর্মীয় ও পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধি, চিকিৎসক, শিক্ষক এবং পেশাজীবী সংগঠনের শীর্ষ ব্যক্তিত্বরা অংশগ্রহণ করেন।

শোক সভায় বক্তব্য রাখেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ইসলাম, সাংবাদিক শফিক রেহমান, সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) নূরুদ্দিন খান, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, নিউএজ সম্পাদক নুরুল কবির, দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদ, অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান, নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াবের সভাপতি এ কে আজাদ, অর্থনীতিবিদ ও পাবলিক পলিসি বিশ্লেষক ড. দেবপ্রিয় ভট্টাচার্য, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান, ব্রিটিশ আইনজীবী ও মানবাধিকার নেত্রী আইরিন খান, সিনিয়র আইনজীবী ড. শাহদীন মালিক, খ্রিষ্টান সম্প্রদায়ের পক্ষে-বিশপ সুব্রত বি গোমেজ, আইসিসিবির প্রেসিডেন্ট মাহবুবুর রহমান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এস এম ফায়েজ, শিক্ষাবিদ ড. তাসনিম আরেফা সিদ্দিকী, কূটনৈতিক আনোয়ার হাশিম, গবেষক ও অর্থনীতিবিদ প্রফেসর ড. রাশেদ আল তিতুমীর, পুজা উদযাপন পরিষদের সভাপতি- বাসুদেব ধর, খালেদা জিয়ার চিকিৎসক দলের প্রধান অধ্যাপক ডা.এফ এম সিদ্দিকী, ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজের মালিক ও ব্যবসায়ী সিমিন রহমান, বিপিকেএসের সিইও এবং ডিপিআই এর প্রেসিডেন্ট আব্দুস সাত্তার দুলাল, লেখক ও চিন্তক ফাহাম আব্দুস সালাম, ব্যারিস্টার রাজা দেবাশীষ রায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী প্রমুখ। সভার শুরুতে শোকগাঁথা পাঠ করেন নাগরিক শোকসভার সমন্বয়ক সালেহ উদ্দিন।

  • খালেদা জিয়া
  • #