সাবেক মন্ত্রী-এমপিসহ ৩৩০ জনকে নিয়ে তালিকা ‘দুষ্কৃতকারীর’ সিএমপির

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ দিন আগে

মহানগরীতে অবস্থানরত তালিকাভুক্ত মোট ৩৩০ জন দুষ্কৃতকারীকে নগর এলাকায় অবস্থান ও প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। শনিবার (১৭ জানুয়ারি) এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সিএমপি পুলিশের কমিশনার হাসিব আজিজ।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ৪০, ৪১ ও ৪৩ ধারায় প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সংযুক্ত তালিকায় উল্লিখিত ক্রমিক নম্বর ১ থেকে ৩৩০ পর্যন্ত দুষ্কৃতকারীকে চট্টগ্রাম মহানগর এলাকা থেকে বহিষ্কার করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের মহানগরীতে প্রবেশ ও অবস্থান সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও গণবিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

এ বিষয়ে বহিষ্কৃতদের নাম ও পরিচয়সংবলিত ১২ পৃষ্ঠার একটি তালিকা গণবিজ্ঞপ্তির সঙ্গে সংযুক্ত রয়েছে। তালিকার এক নম্বরে রয়েছেন রেয়াজউদ্দিন বাজারের সন্ত্রাসী হিসেবে পরিচিত পিচ্ছি জাহিদ। তিন নম্বরে রয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির দপ্তর সম্পাদক শওকত আজম খাজা। এছাড়া তালিকার ১০ নম্বরে রয়েছেন কোতোয়ালি যুবদলের সেক্রেটারি মো. হাসান।

তালিকায় আরও রয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর, যুবলীগ নেতা দিদারুল আলম মাসুম, আওয়ামী লীগ নেতা খলিলুর রহমান নাহিদ, চসিকের সাবেক কাউন্সিলর নুর মোস্তফা টিনু, শৈবাল দাশ সুমন, গাজী শফিউল আজম, শাহেদ ইকবাল বাবু, শফিকুল ইসলাম, এসরারুল হক, মোহাম্মদ কাজী নুরুল আমিন, মোবারক আলী, মোরশেদ আলম, জহুরুল আলম জসিম, নিছার উদ্দিন আহমেদ, মোহাম্মদ ইসমাইল, ওয়াসিম উদ্দিন চৌধুরী, আবুল হাসনাত মোহাম্মদ বেলাল, গিয়াস উদ্দিন, শহিদুল আলম, হারুনুর রশিদ, নুরুল আলম, চৌধুরী হাসান মাহামুদ হাসানি, মোহাম্মদ সলিম উল্লাহ, নাজমুল হক ডিউক, মোহাম্মদ জাবেদ, আব্দুর সবুর লিটন, মোহাম্মদ ইলিয়াছ, শেখ জাফরুল হায়দার চৌধুরী, নজরুল ইসলাম বাহাদুর, মোহাম্মদ জুবায়ের, আতা উল্লাহ চৌধুরী, আব্দুস সালাম, বাবু জহুর লাল হাজারী, হাসান মুরাদ বিপ্লব, পুলক কাস্তগীর, হাজী নুরুল হক, মোর্শেদ আলী, আব্দুল মন্নান, গোলাম মোহাম্মদ চৌধুরী, জিয়াউল হক সুমন, আবদুল বারেক, সালেহ আহমদ চৌধুরী, যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু, ছাত্রলীগ নেতা নুরল আজিম রনি, জাকারিয়া দস্তগীরসহ আরও অনেকে।

  • তালিকা
  • দুষ্কৃতকারী
  • সাবেক এমপি
  • সাবেক মন্ত্রী
  • #