যশোরের মণিরামপুরে প্রতিবেশীর বিরুদ্ধে পোষা বিড়ালকে নির্যাতনের অভিযোগ উঠেছে। মারধরের ফলে একটি বিড়ালের মৃত্যু হয়েছে, অন্যটি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। এ ঘটনায় বিড়ালের মালিক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
ঘটনাটি ঘটেছে মণিরামপুর উপজেলার চালকিডাঙ্গা বাজার এলাকায়। ভুক্তভোগী জিল্লুর রহমান শনিবার দুপুরে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগপত্র জমা দেন।
অভিযোগে জিল্লুর রহমান জানান, তিনি একজন মোবাইলফোন ব্যবসায়ী এবং বাড়িতে দুটি বিড়াল পুষতেন। শুক্রবার দুপুরে বিড়াল দুটি পাশের বাড়িতে গেলে সেখানেই ঘরের ভেতর আটকে তাদের নির্মমভাবে পেটানো হয়। একপর্যায়ে দরজা খুলে দিলে একটি বিড়াল আহত অবস্থায় কোনোভাবে বাড়িতে ফিরে আসে। তাৎক্ষণিকভাবে সেটির চিকিৎসা করানো হয়।
তিনি আরও জানান, অন্য বিড়ালটির খোঁজ না পেয়ে পরে আশপাশে খোঁজাখুঁজি করে সেটিকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। অভিযোগ অনুযায়ী, বিড়ালটির কয়েকটি দাঁত ভেঙে গেছে এবং ডান চোখে গুরুতর আঘাত রয়েছে। শনিবার দুটিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে নেওয়া হলে আহত বিড়ালটির একটি মারা যায়।
জিল্লুর রহমান বলেন, ছুটির দিন থাকায় প্রাণিসম্পদ দপ্তর বন্ধ ছিল। পরে থানার ওসি ও ইউএনওর কাছে লিখিত অভিযোগ দিলে তারা আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত হুসাইন কবির হিরা দাবি করেন, জিল্লুরের বিড়াল মাঝেমধ্যে তাঁর বাড়িতে এসে বিরক্ত করত। শুক্রবার একটি বিড়াল রান্না করা মাংস খাওয়ায় তিনি কয়েকটি আঘাত করেন। তবে অন্য বিড়ালটিকে মারধর করার অভিযোগ তিনি অস্বীকার করেন।
এ বিষয়ে মণিরামপুর থানার ওসি রজিউল্লাহ খান জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেন বলেন, অভিযোগের সত্যতা যাচাইয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে দিয়ে তদন্ত করানো হবে এবং সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।