আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে তৈরি হওয়া শঙ্কা নিয়ে আলোচনা চললেও কোনো চূড়ান্ত সিদ্ধন্ত আসেনি। চলমান পরিস্থিতি নিয়ে আইসিসির সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আলোচনা অব্যাহত রাখার বিষয়ে দুই পক্ষই একমত। শনিবার বিসিবি-আইসিসি বাংলাদেশ নিজেদের অবস্থান আবারও পুনর্ব্যক্ত করেছে।
বিসিবি ও আইসিসির বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে? তা জানিয়ে এক বিবৃতি দিয়েছে ক্রিকেট বোর্ড। সেই বিবৃতিতে বিসিবি জানিয়েছে, বাংলাদেশ ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার যে অবস্থান ছিল তাতেই অনড় রয়েছে।
সেই সঙ্গে বিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে বাংলাদেশ সরকার যে নিরাপত্তা ও সুরক্ষাজনিত উদ্বেগ প্রকাশ করেছে, তা আইসিসিকে জানানো হয়। বৈঠকে জাতীয় দলের খেলোয়াড়, বাংলাদেশের সমর্থক,গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সব অংশীজনের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।
দুই পক্ষের বৈঠকে বাংলাদেশের ম্যাচ অন্য কোনো গ্রুপে স্থানান্তরের সম্ভাবনাও উঠে আসে, যেখানে নূন্যতম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে সমস্যার সমাধান করার কথাও আলোচনা হয়।
বৈঠকে আইসিসির প্রতিনিধি দলে ছিলেন সংস্থাটির ইভেন্টস ও করপোরেট কমিউনিকেশনের জেনারেল ম্যানেজার গৌরব শাক্সেনা এবং ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ। ভিসা জটিলতার কারণে গৌরব শাক্সেনা সরাসরি বৈঠকে উপস্থিত থাকতে না পারলেও ভার্টুয়ালি আলোচনায় অংশ নেন। অ্যান্ড্রু এফগ্রেভ বৈঠকে সরাসরি উপস্থিত ছিলেন।
বিসিবির পক্ষে বৈঠকে অংশ নেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহসভাপতি মো. শাকাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট পরিচালনা বিভাগের পরিচালক ও কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী।
বিসিবি তাদের বিবৃতিতে আরও জানিয়েছে, চলমান পরিস্থিতি নিয়ে আইসিসির সঙ্গে আলোচনা অব্যাহত রাখার বিষয়ে দুই পক্ষই একমত।