মহাসড়কের পাশে থেকে কার্টনবন্দি নবজাতকের মরদেহ উদ্ধার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৬ ঘন্টা আগে

ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হাজিরবাজার এলাকায় কার্টনের ভেতরে ফেলে রাখা অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় মহাসড়কের পাশে একটি পরিত্যক্ত কার্টন পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। কাছে গিয়ে কার্টনের ভেতরে শিশুটিকে পড়ে থাকতে দেখে তারা তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে। পরে নবজাতককে দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, হাইওয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জনান, ময়নাতদন্ত শেষে মরদেহটি আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

  • উদ্ধার
  • কার্টনবন্দি
  • নবজাতক
  • ভালুকা
  • ময়মনসিংহ
  • মরদেহ
  • #