বরিশালে নদীর পাড়ে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ ঘন্টা আগে
প্রতীকী ছবি

বরিশালের হিজলায় অজ্ঞাত পরিচয়ে এক যুবকের (৩১) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। রোববার রাতে উপজেলার বড় জালিয়া ইউনিয়নের শান্তির বাজার এলাকার মেঘনা নদীর পাড় থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়। সোমবার (১৯ জানুয়ারি) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কর্মকর্তারা। তারা মরদেহের পরিচয় শনাক্তে কাজ করছেন।

বিষয়টি নিশ্চিত করে হিজলা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ গৌতম চন্দ্র জানান, রাতে মেঘনা নদীতে টহলে গিয়ে শান্তির বাজার এলাকায় নদীর পাড় থেকে ওই যুবককে দেখতে পেয়ে উদ্ধার করা হয়। পরে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, নিহতের গলাকাটা এবং শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা মরদেহটি নদীর পাড়ে ফেলে দিয়েছে।

  • উদ্ধার
  • গলা'কাটা
  • বরিশাল
  • মরদেহ
  • যুবক
  • #