লক্ষ্মীপুরে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ ঘন্টা আগে
প্রতীকী ছবি

লক্ষ্মীপুরের কমলনগরে নিখোঁজের চারদিন পর এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে মাতাব্বর হাট এলাকার মেঘনা নদীর তীররক্ষা বেড়িবাঁধ ব্লকের মধ্যে থেকে লাশটি উদ্ধার করা হয় বলে কমলনগর থানার ওসি ফরিদুল আলম জানান।

নিহত ৩৩ বছর বয়সী মো. নুরুল আলম কমলনগর উপজেলার সাহেবের হাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরজগবন্ধু গ্রামের জমাদ্দার বাড়ির বশির আহমেদের ছেলে।

স্থানীয়রা বলছে, আলম মেঘনা নদীর তীররক্ষা বাঁধ নির্মাণ শ্রমিকের কাজ করতেন। চারদিন আগে তিনি নিখোঁজ হন। স্থানীয় লোকজন নদীর তীরে তার মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। তার মাথা ব্লকের নিচে চাপা ছিল। তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা পরিবার ও স্থানীয়দের।

পারিবার বলছে, আলম শুক্রবার রাত ৯টার দিকে মাতাব্বর হাট বাজার থেকে বাড়ির উদেশ্য রওনা দিয়ে আর ফেরেননি। আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। এ ঘটনায় শনিবার কমলনগর থানায় সাধারণ ডায়েরি করে তার পরিবার।

ওসি ফরিদুল আলম বলেন, নুরুল আলমের মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

  • নদীর পাড়
  • মরদেহ
  • লক্ষ্মীপুর
  • #