স্পেনে দুটি উচ্চগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ১০০ জন। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। খবর আল জাজিরার
মাদ্রিদের আটোচা স্টেশনে এক সংবাদ সম্মেলনে স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে জানিয়েছেন, দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। তিনি বলেন, একটি সোজা রেলপথে ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ‘সত্যিই অদ্ভুত’। তিনি জানান, রেলপথের এই অংশটি গত মে মাসে সংস্কার করা হয়েছিল।
রেল অপারেটর এডিআইএফের তথ্য অনুযায়ী, গতকাল রোববার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে মালাগা থেকে মাদ্রিদগামী প্রায় ৩০০ যাত্রী বহনকারী একটি ট্রেনের শেষ অংশ কর্ডোবার কাছে লাইনচ্যুত হয়। এরপর এটি মাদ্রিদ থেকে দক্ষিণ স্পেনের অন্য শহর উয়েলভামুখী প্রায় ২০০ যাত্রী বহনকারী একটি ট্রেনের সঙ্গে সজোরে ধাক্কা খায়।
সরকারি সম্প্রচার মাধ্যম টেলিভিশন এসপ্যানোলা জানিয়েছে, মাদ্রিদ থেকে উয়েলভাগামী ট্রেনের চালকও নিহতদের মধ্যে রয়েছেন এবং দুর্ঘটনায় মোট ১০০ জন আহত হয়েছেন।