ফরিদপুরে কুমার নদে ভাসছিল যুবদল নেতার লাশ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১২ ঘন্টা আগে

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় কুমার নদ থেকে ফিরোজ শেখ (৫২) নামে যুবদল এক নেতার ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চরযশোরদী ইউনিয়নের নিকরহাটি গ্রামের পার্শ্ববর্তী কুমার নদ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ফিরোজ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চরযশোরদী ইউনিয়নের নিকরহাটি ভোটকেন্দ্রের যুবদল কেন্দ্র কমিটির সভাপতি ছিলেন। তিনি চরযশোরদী ইউনিয়নের নিকরহাটি পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা এবং মৃত শাজাহান শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে স্থানীয় কয়েকজন কুমার নদে একটি লাশ ভাসতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, খবর পেয়ে কুমার নদ থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জেনে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  • কুমার নদ
  • ফরিদপুর
  • লাশ
  • #