ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে (ইউএপি) একদল শিক্ষার্থীর আন্দোলনের মুখে গত রোববার দুই শিক্ষককে চাকরিচ্যুত করেছে কর্তৃপক্ষ। এবার উপাচার্য কামরুল আহসানের পদত্যাগ চাইছেন ওই শিক্ষার্থীরা। একই সঙ্গে সরকারের কাছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের বিচারও দাবি করেছেন তারা।
মঙ্গলবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান নিয়ে এ দাবি জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা। বিকেল ৫টার দিকেও ক্যাম্পাসে তাদেরকে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
এর আগে ১৮ জানুয়ারি বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। ওইদিন হিজাব ও নিকাব অবমাননা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগকে কেন্দ্র করে উপাচার্যসহ দুই শিক্ষকের পদত্যাগের দাবি করেন তারা।
এই পটভূমিতে গত রোববার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুই শিক্ষককে চাকরিচ্যুত করে। এরপর ওই শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের জন্য দুই দিন অর্থাৎ ২০ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেন।
চাকরিচ্যুত দুই শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয়ের বেসিক সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক এ এস এম মহসিন এবং বিভাগটির সহকারী অধ্যাপক লায়েকা বশীর।