মোংলায় নদীর তীর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৩ ঘন্টা আগে
প্রতীকী ছবি

মোংলা পশুর নদীর তীর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে মোংলা নৌ-পুলিশ। নিহতের বয়স আনুমানিক ৫০ থেকে ৫৫ বছরের মধ্যে বলে জানিয়েছেন পুলিশ। প্রাথমিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করতে পারেনি তারা।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ৮টায় পশুর নদীর সিগনাল টাওয়ার দক্ষিণ চর বালুর ডাইক সংলগ্ন নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা উপুড় অবস্থায় মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়। তবে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

মোংলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ লুৎফুল কবির এ তথ্য নিশ্চিত করে বলেন, সকালে স্থানীয়দের নজরে আসার পর আমরা দ্রুত মরদেহ উদ্ধার করি। তবে মরদেহ দেখে মৃত্যুর কারণ বোঝা যাচ্ছে না। ময়না তদন্তের রিপোর্টে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।

  • উদ্ধার
  • মরদেহ
  • মোংলা
  • #