চট্টগ্রামে অজ্ঞাত যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ দিন আগে

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানার এলাকা থেকে এক অজ্ঞাত যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় পলিথিনে মোড়ানো অবস্থায় তার দুটি হাত ও দুটি পা পাওয়া গেছে। তবে দেহের বাকি অংশ এখনও উদ্ধার হয়নি।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত হাত ও পায়ের রগ কাটা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যুবকটিকে নৃশংসভাবে হত্যা করে দেহ খণ্ডিত করা হয়েছে।

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে দেহাংশ উদ্ধারের সুনির্দিষ্ট স্থান সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

পুলিশ সূত্র জানায়, আঙুলের ছাপ বিশ্লেষণের মাধ্যমে নিহত যুবকের পরিচয় সম্পর্কে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তিনি সম্ভবত চট্টগ্রামের রাউজান উপজেলার বাসিন্দা। পরিচয় নিশ্চিত করতে আরও যাচাই-বাছাই চলছে।

ওসি জাহিদুল কবীর বলেন, দেহের বাকি অংশ উদ্ধার এবং হত্যার কারণ ও সংশ্লিষ্টদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

  • অজ্ঞাত
  • উদ্ধার
  • চট্টগ্রাম
  • দেহাংশ
  • যুবক
  • #