গোমতী নদীর পাড় থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২৩ ঘন্টা আগে
প্রতীকী ছবি

কুমিল্লার টিক্কার চর এলাকায় গোমতী নদীর উত্তর পাড় থেকে হুমায়ুন কবির নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে পুলিশ ওই মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ সাহেরা বেগম নামের এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

নিহত হুমায়ুন কবির কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের বাসিন্দা। পুলিশ জানায়, হুমায়ুন পেশায় বালু ব্যবসায়ী। তার সঙ্গে সাহেরা বেগমের গোপনে বিয়ে হয়েছিল।

কোতোয়ালি মডেল থানার এসআই সালাউদ্দিন বলেন, ওই ব্যক্তির মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার রাতে সাহেরা বেগমের সঙ্গে ছিলেন হুমায়ুন। সকালে তার বাসার অদূর থেকে মরদেহ উদ্ধার হয়। এ ঘটনায় ওই নারীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এসআই বলেন, আটক নারীর বাসা থেকে যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। হত্যার কারণ ও জড়িত শনাক্ত করতে তদন্ত করছে পুলিশ।

  • উদ্ধার
  • গোমতী
  • নদী
  • ব্যবসায়ী
  • মরদেহ
  • #