পুরান ঢাকায় যুবকের লাশ উদ্ধার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ দিন আগে
প্রতীকী ছবি

পুরান ঢাকার চকবাজার এলাকায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে লালবাগের ইসলামবাগ ‘স্টাফ কোয়ার্টারের’ একটি ভাড়া কক্ষ থেকে গলায় ফাঁস অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের নাম আব্দুল কাদের জিলানী (৩০)। তিনি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার বাসিন্দা। কর্মসূত্রে তিনি ইসলামবাগ এলাকায় একটি বাসায় মেস ভাড়া নিয়ে থাকতেন।

নিহতের ভাগিনা মো. হৃদয় সরকার বলেন, মেসের অন্য বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে তার কক্ষে গিয়ে দেখি, ‘সিলিং ফ্যানের’ সঙ্গে তার মামা গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছিলেন। পরে পুলিশে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে।

তিনি বলেন, তার ভাগ্নে আত্মহত্যা করেছে, না কেউ তাকে হত্যা করে লাশ গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রেখেছিল সে বিষয়ে সঠিক তথ্য পাওয়া যায়নি। পুলিশ ঘটনার তদন্ত করছে।

ঘটনাস্থল পরিদর্শনকারী চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) জয়ন্ত চন্দ্র দাস বলেন, ওই ব্যক্তি কিভাবে মারা গেছে তার তদন্ত চলছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা নিয়ে তদন্ত চলছে। হত্যার প্রকৃত কারণ নির্ধারণে মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া মৃত্যুর ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।

  • উদ্ধার
  • পুরান ঢাকা
  • যুবক
  • লাশ
  • #